সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের চারজন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সুপারিশক্রমে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের নিয়োগ দেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন-বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
রোববার (৯ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, শপথ গ্রহণের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি নতুন নিয়োগপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করাবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত