যশোর জেলা জজ আদালতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৬৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। পরে আদালতের বিচারক আত্মসমর্পণকারীদের জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
রোববার দুপুরে যশোর জেলা, সদর উপজেলা, বাঘারপাড়া উপজেলা ও অভয়নগর উপজেলার ওইসব নেতাকর্মী আত্মসমর্পণ করেন। তবে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখযোগ্য কোনো নেতা ছিলেন না।
প্রসঙ্গত, আত্মসমর্পণকারী নেতা-কর্মীদের বিরুদ্ধে গত ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে বিভিন্ন মামলা দায়ের করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত