আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের ১৬৯ নেতাকর্মী

যশোর জেলা জজ আদালতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৬৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। পরে আদালতের বিচারক আত্মসমর্পণকারীদের জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

রোববার দুপুরে যশোর জেলা, সদর উপজেলা, বাঘারপাড়া উপজেলা ও অভয়নগর উপজেলার ওইসব নেতাকর্মী আত্মসমর্পণ করেন। তবে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখযোগ্য কোনো নেতা ছিলেন না।

প্রসঙ্গত, আত্মসমর্পণকারী নেতা-কর্মীদের বিরুদ্ধে গত ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে বিভিন্ন মামলা দায়ের করা হয়।