নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে বিদ্রোহী প্রার্থী বানিয়েছে দ্য ডেইলি স্টার।
শুধু তাই নয়, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান নির্বাচনের ধারেকাছে না থাকলেও তাকে মেয়র প্রার্থী হিসেবে উল্লেখ করে ফেসবুকে নিউজ শেয়ার করেছে ডেইলি স্টার।
রোববার রাতে আইভীর ভোটে এগিয়ে থাকার নিউজ প্রকাশ করে পত্রিকাটি। সেখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে নারায়ণগঞ্জ সিটির প্রথম নির্বাচনের ইতিহাস দেওয়া হয়।
সেই অংশটুকু আজকে ফেসবুকে শেয়ারের ক্যাপশন দেওয়া হয়। এতেই শুরু হয় বিভ্রান্তি। এরপর থেকেই ফেসবুকে সমালোচনার মুখে পড়ে ডেইলি স্টার।
আজকের নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী ৬৯ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন।
অন্যদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, এই ভোটে পরাজিত হয়েছে সরকার।