সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে

মোমিনুর রহমান, মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে দুর্জয়কে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানিতে তদন্ত সংস্থা তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহম্মেদ চৌধুরী।

এর আগে, বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে বিশেষ অভিযানে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ চলাকালে হামলার অভিযোগে দুর্জয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, সম্পদের তথ্য গোপনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত দুর্নীতির মামলায় দুর্জয়ের মালিকানাধীন লালমাটিয়ার ২,৫২৩ বর্গফুট ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।