সাংস্কৃতিক কর্মীদের সম্মানে মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোমিনুর রহমান:

মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের স্থানীয় একটি রেস্টুরেন্টে আজ ২৮-০৩-২০২৫ রোজ শুক্রবার বাদ আছর অনুষ্ঠিত হয়েছে।মু.মোমিনুর রহমান সালেহীর এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী বাবুল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবীদ জনাব হুমায়ুন কবির।উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব বজলুর রশিদ,উপদেষ্টা জনাব সরকার মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হুমায়ুন কবির বলেন,বিদেশি সংস্কৃতি আমাদের ঈমান আকিদা ধ্বংস করে দিয়ে আমাদের নবীন,তরুণ প্রজন্মদেরকে এবং পরিবারদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এজন্য আমাদের সুস্থ ধরার সংস্কৃতি নিজের মধ্যে হতে লালন করে সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠা করার ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো,বলেন রমাদ্বানের প্রকৃত শিক্ষা তাক্বওয়ার গুণে গুণান্বিত হয়ে নিজেদের মানকে আরো বৃদ্ধি করে চলমান বৈশ্বিক সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় নিজেদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।