সচিবালয়ের কর্মীদের দুই দফা দাবি, জুলাইয়ে কর্মসূচির হুঁশিয়ারি

নবম পে-কমিশন গঠন এবং দীর্ঘদিনের রেশন ভাতা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর ভবনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন।

সভায় জানানো হয়, সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের স্বার্থে নবম পে-কমিশন গঠন ও রেশন ভাতা চালুর জন্য দ্রুত কার্যক্রম শুরু করতে হবে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই অনুযায়ী, আজ বিকেল ২টা ৩০ মিনিটে সংযুক্ত পরিষদের প্রতিনিধি দল অর্থ সচিব মো. খায়েরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অর্থ উপদেষ্টা দপ্তরে না থাকায় তার একান্ত সচিবের সঙ্গেও সাক্ষাৎ করে দাবি সংক্রান্ত তথ্য অবহিত করা হয়।

প্রতিনিধি দলকে আশ্বস্ত করে অর্থ সচিব বলেন, “এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সভায় আলোচকরা বলেন, সচিবালয়ের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে অসত্য ও অপ্রাসঙ্গিক প্রচারণা চালাচ্ছেন। তারা বনভোজন, মাশরুম কক্ষ, সমবায় অফিস দখলসহ ব্যক্তি স্বার্থে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সাধারণ কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়, এসব অপপ্রচারে কান না দিয়ে নিয়মতান্ত্রিক ও সংগঠিতভাবে আন্দোলন অব্যাহত রাখতে হবে।

সভায় নেতৃবৃন্দ বলেন, অতীতেও নিয়মতান্ত্রিক উপায়ে কর্মচারীদের দাবি আদায় সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ধৈর্য ও সাহসের সঙ্গে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আগামী জুলাই মাসের মধ্যে নবম পে-কমিশন গঠন এবং সচিবালয়ে রেশন ভাতা কার্যকর না হলে বৃহত্তর কর্মসূচির প্রস্তুতি নিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, শাহীন গোলাম রব্বানী, নজরুল ইসলাম, নুরুজ্জামাল, মিজানুর রহমান, সুমন জিমানুর রহমান, আব্দুস সবুর, বাবুল আক্তার, বায়েজিদ হাসান, মাকছুদা আক্তার বেলী, নুরুন্নাহার, রহমত উল্লাহ বাবু, আশরাফুল ইসলাম, মনোয়ার হোসেন, মো. বিপুল, আরিফুর রহমান, আরিফ হুসাইন, রুহুল আমিন মো. আরিফ, সাব্বির আহম্মেদ, আব্দুল কাদের, শাহাদাৎ হোসেন, শামীমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারী সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।