

কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বাড়িতে ডাকাতি ও তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার পটুয়াখালীর পুলিশ সুপারের কার্যালয়ে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
ধর্ষণ ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন- মো. কাওসার, আশীষ গাইন ও রিপন সোহাগ। তাদের কাছ থেকে একটি মুঠোফোনও উদ্ধার করা হয়েছে। কাওসারের বাড়ি কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে, আশীষ গাইনের বাড়ি কলাপাড়া পৌরসভায় এবং রিপন সোহাগের বাড়ি বরগুনার বামনা উপজেলার পোটকাখালী গ্রামে।
ঘটনার বিস্তারিত তুলে ধরে পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর বলেন, গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রথমে কাওসারের অবস্থান শনাক্ত করা হয়। গত বুধবার তাকে ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ঢাকার দারুস সালাম এলাকা থেকে রিপন সোহাগ এবং কলাপাড়া থেকে আশীষ গাইনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই ঘটনায় আরও যারা জড়িত, তাদের প্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া লুট করা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করারও চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে একদল ডাকাত ওই শিক্ষকের একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের এক কক্ষে জিম্মি করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে রাখে। ডাকাতেরা ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে। এসময় শিক্ষকের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাতদল।


