লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে লুটতরাজ ও জবরদখলে বাধা দেওয়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে উপজেলার চরভূতা ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা এই সংবাদ সম্মেলন করেন।
চরভূতা ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াছ কালাম সরকার উপস্থিত হয়ে বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ইউনিয়নের ফরিদ উদ্দিন মাস্টার ও তার ছেলে এবং ভাতিজারা মিলে বিএনপির বেশ ধরে বিভিন্ন মানুষের দোকানে তালা দেয়া, পানের বরজ, পুকুর দখলসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। এতে ভুক্তভোগীরা আমার কাছে অভিযোগ করেন। লালমোহন ও তজুমদ্দিন আসনের সাবেক এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ নির্দেশনা দেন, কারো উপরে কোন জুলুম নির্যাতন করা যাবে না। সেই নির্দেশনা অনুযায়ী দখলবাজদের থেকে ভুক্তভোগীদের দোকানের তালা খুলে দেই এবং পানের বরজ ও পুকুর দখলমুক্ত করে দেই। এতে ফরিদ উদ্দিন মাস্টার ও তার ছেলে এবং ভাতিজারা ক্ষিপ্ত হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এরা আওয়ামী লীগের আমলেও এলাকার মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে ছিল।
সংবাদ সম্মেলনে ওই এলাকার ভুক্তভোগী বিনয় চন্দ্র তেলী, করুনা বৈরাগী, প্রশান্ত মালি, মোঃ জসিম উদ্দিনসহ আরো কয়েকজন ফরিদ উদ্দিন মাস্টার ও তার ছেলে এবং ভাতিজাদের দ্বারা জোর জবরদখলের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এসময় চরভূতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মেম্বারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফরিদ উদ্দিন মাস্টার বলেন, এসব অভিযোগ বানোয়াট। উল্টো গত ১৫ আগস্ট হরিগঞ্জ বাজারে আমার উপর অতর্কিত হামলা করে। সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য এসব সাজিয়েছে।