লালমোহনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার লালমোহন বিএনপি কার্যালয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সংগঠনটির নেতাকর্মীদের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

১৯৮০ সালের ১৯ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, বিশেষ প্রতিনিধি হিসেবে ছিলেন লালমোহন পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল ফরিদ উদ্দিন, যুগ্ম আহবায়ক আমজদ হোসেন আলম, জহিরুল ইসলাম সুমন।

উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস ফরাজি, মিজানুর রহমান বশির, শহিদুল ইসলাম হাওলাদার, এনায়েত কবির মুন্সি, প্রফেসর সালাউদ্দিন, শাহিন আক্তার, আবদুর রহমান নোমান, রিয়াজ,ফয়সাল, মেহেদী হাসান, লালমোহন পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক, হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খাঁন জুলহাস, জসিম উদ্দিন, মমিন, তামিম, সবুজ, সুজনসহ উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ।

পরে ‌র‍্যলীর নেতৃত্ব দিয়েছেন প্রভাষক শাহিন, শহিদ হাওলাদার, হাতেম হাওলাদার, আমযাদ খাঁন জুলহাস।