লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ভোলা প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণাকালে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে শালিক প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভাইসহ লোকজনের বিরুদ্ধে।
এমন অভিযোগ তুলে বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) আক্তারুজ্জামান টিটব।

আক্তারুজ্জামান টিটব বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজারে প্রচার-প্রচারণা শেষ করে ফেরার পথে শালিক প্রতীকের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের ভাই ইকবাল হোসেনের নের্তৃত্বে আমার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে মো: শামীম ও ছালাউদ্দিন নামে আমার দুই কর্মী আহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় লালমোহন থানায় এজাহার দায়ের করলেও এখনো কোনো প্রতিকার পাইনি। তাই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

এদিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে শালিক প্রতীকের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মুঠোফোনে কল দিলে অভিযোগ শুনেই ফোন কেটে দেন তিনি।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, আমরা এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ২৯ জুলাই এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।