রাজনীতি মানে শুধুই মিটিং-মিছিল নয় : সাঈদ আল নোমান

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম:

সকাল ১০ টায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের সাথে আসা অপেক্ষমান অভিভাবকদের তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান এর উদ্যোগে নগরীর ১১ টি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের একটু স্বস্তি দিতে পরীক্ষাকেন্দ্রের মাঠে তৈরি করা হয় ‘ছাউনি’।

সেইসঙ্গে সেখানে রাখা হয়েছে চেয়ার। এছাড়াও, তাদের মাঝে কোমল পানীয় বিতরণ করা হয়। সকাল দশটায় তিনি নাসিরাবাদ অংকুর সোসাইটি বালিকা স্কুল থেকে শুরু করে পর্যায়ক্রমে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়,সিএমপি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে ছাউনি গুলো পরিদর্শন করেন।সাঈদ আল নোমান বলেন,”আমাদের সন্তানদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমি দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি।সমাজের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে।আমরা শুধুই মিটিং মিছিলে সীমাবদ্ধ নয় আমরা গণতন্ত্র, আইনের শাসন,মানব অধিকার,সমাজসেবা নিয়ে কাজ করে যাচ্ছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।আমরা ধারাবাহিকভাবে মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছি।এসময় উপস্থিত ছিলেন, আব্দুল আলিম স্বপন, তোফাজ্জল হোসেন,দাদন দড়ি সুরুজ, গোলাম মনসুর, দিদারুল আলম, শহীদুল আলম খসরু, সাঈমা হক, খাদিজা বেগম সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।