

মোমিনুর রহমান মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; মানিকগঞ্জ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক এক বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আইএইচটি এর অধ্যক্ষ ডা. রিপন কুমার মণ্ডল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন Medical Technologist Forum – MTF (এমটিএফ) এর কেন্দ্রীয় সভাপতি জনাব সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব রিপন সিকদার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব সালেহিন আবেদীন তানিম, জনাব সোহেল হাওলাদার, জনাব নাজমুল হুদা, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব মনিমুল ইসলাম এবং ইবনে সিনার সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব মো. আব্দুল কাদের।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, বহির্বিশ্বে মেডিকেল টেকনোলজিস্টদের সম্ভাবনাময় চাকরির সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নৈতিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পেশাগত উন্নয়নে Medical Technologist Forum নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।










