

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে মানবিক সেতুবন্ধন রচনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে “Bangladesh-Australia Disaster Relief Committee (BADRC)। এটি একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও বেসরকারী উন্নয়ন সংস্থা। যা ধীরে ধীরে মানবকি সংগঠনে পরিনত হয়েছে। ১৯৯৮ সালে সিডনিতে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মূলত প্রাকৃতিক দূুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ, পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংস্থার সভাপতি আজাদুল আলম বলেন, সংগঠনটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে দূুর্যোগপ্রবণ এলাকায় আশ্রয়হীন মানুষদের সহায়তা, শিক্ষা অবকাঠামো পুনর্গঠন ও সামাজকি উন্নয়ন র্কমসূচি বাস্তবায়ন করা। এছাড়াও অস্ট্রেলিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক সংহতি ও মানবিক উদ্যোগ জোরদার করাও এ সংস্থার অন্যতম উদ্দশ্যে।
সংস্থার সাধারণ সম্পাদক জুবায়ের মিয়াঁ বলেন, বিএডিআরসি মূলত মানবকল্যাণে নিবেদিত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। এ সংস্থার মাধ্যমে অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা প্রাকৃতিক বিপর্যয়ের সময় বাংলাদেশে অর্থ সহায়তা পাঠিয়ে মানবতার হাত প্রসারিত করনে। তিনি আরও বলেন, বাংলাদেশে ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থ বরগুনা ও পাথরঘাটা অঞ্চলে স্কুল-কাম-সাইক্লোন শেল্টার নির্মাণে গুরুত্বর্পূণ ভূমিকা রাখে সংস্থাটি।এছাড়াও চর ও উপকূলীয় অঞ্চলের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষা অনুদান ও উপকরণ প্রদান করে আসছেন।প্রতি বছর সিডনিতে আয়োজতি ফান্ডরইেজং ইভেন্টে সংগৃহীত র্অথ বাংলাদেশের বিভিন্ন পুর্নবাসন প্রকল্পে ব্যয় করা হয়। স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ে সচতেনতা ও স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়।
জুবায়ের মিয়াঁ বলেন, সংগঠনটি আগামী বছর বাংলাদশেে আরো কয়েকটি কমিউনিটি সেফ সাইক্লোন শেল্টার ও এডুকেশন সেন্টার নির্মাণের পররিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত তরুণ প্রজন্মকে মানবকি কাজে যুক্ত করার লক্ষ্যে “Volunteer for Humanity” নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। এছাড়াও আমাদের উদ্দেশ্য হলো, দূুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে থাকা এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বন্ধুত্বকে মানবতার বন্ধনে শক্তিশালী করা। আমরা চাই, প্রবাসী প্রতিটি মানুষ যেন এই উদ্যোগের অংশীজন হন।


