

আলকামা সিকদার, টাঙ্গাইল : “মাদক ছাড়ো ফুটবল ধরো” এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ল্যাফটেনেন্ট কর্ণেল(অব) আসাদুল ইসলাম আজাদের পক্ষ থেকে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে এ প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।
এ সময় খেলার মাঠের চার পাশে হাজার হাজার জনতার উপস্থিতিতে বৈকালিক মনোরম পরিবেশে খেলা দেখার জন্য উপচে পরা মানুষের আগমন যেন এক মিলন মেলায় পরিনত হয়।
এ সময় প্রধান অতিথি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আসাদুল ইসলাম আজাদের পক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
মধুপুর উপজেলা বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার , মধুপুর পৌর বিএনপি (২নং ওয়ার্ড) সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।
প্রীতি ফুটবল ম্যাচে ঘেচুয়া একাদশ, বেরিবাইদ একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় উভয় দলকে ম্যাডেল, ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দিয়ে সম্মানিত করেন আয়োজক কমিটির পক্ষ থেকে।


