

ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা মো হুমায়ূন কবির সেলিম নামের এক ব্যক্তির উপর হামলা করে নগদ টাকা, মোবাইল ও আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সাহাবউদ্দিনের বিরুদ্ধে।
এই ব্যাপারে মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করেছেন হুমায়ুন কবির সেলিম মালতিয়া।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ মে সন্ধ্যার পরে ভেকু মালিককে মাটি কাটার পাওনা টাকা পরিশোধ করার জন্য উপজেলা হাজির হাটের উদ্দেশে রওনা করেন ভুক্তভোগী হুমায়ুন কবির সেলিম মালতিয়া। পরে বাংলাবাজার অতিক্রম করে অহিদ মেম্বার হালটের দক্ষিণ পার্শ্বে অতিক্রম করলে তার গাড়ির গতিরোধ করে সাহাবউদ্দিন তার বাহিনী নিয়ে হুমায়ুন কবিরেকে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ ৬৫ হাজার টাকা, মোবাইল ও স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা আসার আগেই ছিনতাই করে পালিয়ে যায় সাহাবউদ্দিন বাহিনী। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়। তবে যাওয়ার সময় সাহাবউদ্দিন হুমকি দিয়ে যায়, এ ব্যাপারে যাতে কোন মামলা না হয়। মামলা হলে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকিও দিয়ে যায় বিএনপি নেতা সাহাবউদ্দিন।
এ বিষয়ে জানতে সাহাবউদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।