মধুপুরে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষ নিহত,৪

টাঙ্গাইল প্রতিনিধি: প্রিটাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে দু’জনসহ চারজন নিহত ও বেশ কয়েজন আহত হয়েছে বলে জানা গেছে।

১৯ নভেম্বর মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিনিময় বাস ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ গাড়ির দু’জন মারা যায় এবং অপর দু’জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

নিহতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল সেক (২৮), একই গ্রামের শাহাজল সেক (৪২), পিকআপ চালক একই উপজেলার হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) ও হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)।
নিহতরা সবাই ঢাকায় সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিযন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মধুপুর থানার পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ জানান, মধুপুরের মালাউড়ি সরকারী প্রাথমিক বিদ্যারয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রিয়দেশ/আলকামা/জিএম