ঈদুল ফিতর ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির জীবনে এক স্বর্গীয় অনুভূতি নিয়ে আসলেও এবার পরিস্থিতি ভিন্ন। করোনাভাইরাস এর কারণে বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতি বিরাজমান থাকায় সেভাবে উদযাপন হয়নি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
সোমবার সকাল থেকেই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। তবে অন্যান্য বছরের মতো স্বাভাবিক পরিস্থিতি ছিল না মসজিদে মসজিদে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদের খুশির অন্যতম প্রধান অনুষঙ্গ কোলাকুলি হলেও করোনাভাইরাস প্রতিরোধে এবার কোলাকুলি বলতে গেলে ছিল না বললেই চলে। আর কোলাকুলি না করার অনুরোধ ও নির্দেশনাও ছিল সরকারের পক্ষ থেকে। সেই নির্দেশনা মেনে চলেছেন দেশের সর্বস্তরের মুসল্লিরা।
তবে দেশব্যাপী কিছু কিছু ক্ষেত্রে স্থানীয়ভাবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অসচেতনতা লক্ষ্য করা গেছে।