বিশিষ্ট সমাজ সেবক হাজী মোহাম্মদ আলীর জিয়াফত অনুষ্ঠান সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট খাজা রোডস্থ সাবানঘাটা রশিদ বিল্ডিং নিবাসী আলহাজ্ব মোহাম্মদ আলীর জিয়াফত অনুষ্ঠান নিজ বাসভবনে গত ১৭ মে সম্পন্ন হয়েছে। জিয়াফত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের এমপি আবদুচ সালাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজসেবক সহ বিভিন্ন মান্যগণ্য ব্যক্তি ও এলাকাবাসী।

মরহুম হাজী মোহাম্মদ আলী সিএলটিভি টোয়েন্টিফোর এর চেয়ারম্যান আমিনুল হক লিটন’র শ্বশুর। তিনি ছিলেন একজন ধার্মিক ও ভালো মনের মানুষ। তার সৎ কর্মের কারণে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
সিডিএ এর সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম ৮ আসনের এমপি আবদুচ সালাম বলেন আমার বেয়াই মরহুম হাজী মোহাম্মদ আলী ছিলেন একজন দানশীল ও সামাজিক ব্যক্তি। তিনি হাজী মোহাম্মদ আলীর পরিবারের সাথে দেখা করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, হাজী মোহাম্মদ আলী প্রবাসকালীন সময়ে সাবানঘাটা এলাকার অনেক দরিদ্র লোকদের বিনা খরচে বিদেশে নিয়েছেন এবং গরীব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতেন।

তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত মর্মাহত। এলাকার লোকের মুখে মুখে তার নাম। তাদের ভাষ্য মতে হাজী মোহাম্মদ আলী ছিলেন একজন দানশীল ও ধার্মিক লোক।

তিনি জীবিত অবস্থায় অনেক লোকের উপকার করে গেছেন। তাই তার নামাজে জানাযায় হাজার হাজার লোকের সমাগম ঘটে। গত ১৭ মে তার জিয়াফত অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এসেছে এবং তারা তার স্মৃতিচারণ করে এসব কথা বলেন।