অহিদুর রহমান: আজ ২৯ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিল ও নির্বাচন চলছে। সকাল ১০টায় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. আবদুল মঈন খান।
কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মঈন খান বলেন, বর্তমান সরকার যে পদ্ধতিতে দেশ পরিচালনা করছে তা জনগণ বিরোধী। নির্বাচনের আগেই ফলাফল নির্ধারণ এবং আসন ভাগাভাগি হয়ে গিয়েছে।
তিনি আরো বলেন,বর্তমানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত দুরুহ। এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পেরেছে।
তিনি বলেন আমরা সরকারকে দেখিয়ে দিতে চাই এই চরম পরিস্থিতির মাঝেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
অন্যদিকে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ঢাকা ও দেশের বিভিন্ন অঙ্গ ইউনিয়নের মোট ৩৭৩ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে গাজী-গনি পরিষদ, আবদুল্লাহ-রোকন পরিষদ ছাড়াও কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।