বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি প্রশাসনিক কর্মকর্তা শোকজ

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে জেলেদের মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরন। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও, অভিযোগ পাওয়া গেছে তিনি ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।

নোটিশে আরও বলা হয়েছে, এ অনিয়মের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না—সেই কারণ ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, চাল বিতরণে অনিয়মের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।