বাউফলে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালী’র বাউফলে স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার পহেলা জুন বিকাল ৫টার সময়, উপজেলা ছাত্রদলের উদ্যোগে এতিমখানায় শিশুদের নিয়ে এ দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়ে।


এসময় উপস্থিত ছিলেন,বাউফল উপজেলা ছাত্রদল নেতা মোঃ মনিরুজ্জামান মনির হাওলাদার, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব, রিয়াজ হোসেন, বাউফল সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান, কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মাহিন হোসেন, এবং ক্রিয়া সম্পাদক মোঃ ইমন হোসেনসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।