বরিশাল বিশ্ববিদ্যালয় এআইএস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নাহিয়ান,বিল্লাল

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নাগিব নাহিয়ান (অন্তু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২০-২১ সেশনের শিক্ষার্থী বিল্লাল হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে বিভাগে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বিভাগের শিক্ষকমণ্ডলীরা।

মোট ৪৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন এবং প্রায় ৪০৩ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে নাগিব নাহিয়ান (অন্তু) ২৩৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচিত সভাপতি নাহিয়ান অন্তু ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থার জন্য তারা কৃতজ্ঞ। তারা জানান, সততা ও নিষ্ঠার সঙ্গে অ্যাসোসিয়েশন পরিচালনা করে বিভাগের শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক, প্রশিক্ষণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভাগকে আরও সমৃদ্ধ করতে কাজ করবেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।