বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর ( বৃহস্পতিবার) বেলা ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৬০৪ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কলা ও মানবিক অনুষদের ডিন ডঃ মোহাম্মদ তানভীর কায়সার বলেন, সংস্কৃতি হলো আমাদের প্রাণ। এর মাধ্যমেই আমাদের অস্তিত্ব বিরাজ করে। সাংস্কৃতির আমাদের আরো বেশি বেশি চর্চা হওয়া দরকার। তিনি আরো বলেন, কলা ও মানবিক অনুষদের ডিম হিসাবে আমি ইতিহাস বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, তারা এমন একটি সুন্দর সেমিনারের আয়োজন করেছে যা বর্তমান সময়ে ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য ধারণের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক।

মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ বলেন, সংস্কৃতি হল বহমান নদীর মত। নদীকে যেমন বেঁধে রাখা যায় না তেমনি সংস্কৃতির প্রবাহ সংস্কৃতির ধারা বেঁধে রাখা যায় না। আমাদের একটি দীর্ঘ সমৃদ্ধ সংস্কৃতিক ঐতিহ্য আছে সেগুলো আমাদের ধারণ করতে হবে, আমাদের গবেষণা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, প্রাচীন যুগে মধ্য যুগে ও আধুনিক যুগে রাজদরবার কেন্দ্রিক সাংস্কৃতিক চর্চা হতো ফলে রাজনৈতিক কেন্দ্রিক সাংস্কৃতিক চর্চা হয়েছে বেশি কিন্তু সাধারণ মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য চর্চাটা গুরুত্ব পাইনি বর্তমানে সেগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে
এছাড়া তিনি আরো বলেন, বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেটি হচ্ছে অসাম্প্রদায়িক ও সম্প্রীতিময় সংস্কৃতি । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরাই হচ্ছে আগামীর গবেষক- দার্শনিক, তোমাদের নিজ উদ্যোগে সাংস্কৃতিক চর্চা ও গবেষণায় উদ্যমী হতে হবে।

এ সময় ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী বলেন, ইতিহাস বিভাগ এই নিয়ে আমরা সাতটি সেমিনারের আয়োজন করেছি এবং কয়েকটি আন্তর্জাতিক সেমিনার করেছি। এই আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের চিন্তার ধারণা শক্তিশালী ও গভীর হবে। ভবিষ্যতে আমরা আরো সেমিনারের আয়োজন করব যাতে করে আমাদের শিক্ষার্থীরা তাদের চিন্তার জগত ও গবেষণার জগত প্রসারিত করতে পারে।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোহাম্মদ তানভীর কায়ছার ডিন, কলা ও মানবিক অনুষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়। সেমিনারের সভাপতিত্ব করেন, ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী চেয়ারম্যান, ইতিহাস বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক, ইলিয়াস হোসাইনের উপস্থাপনায় এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।