বইমেলায় প্রধানমন্ত্রীর নতুন বই

অমর একুশে বইমেলা ২০২১-এর প্রথম দিন আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুই বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ’ আগামী প্রকাশনী থেকে প্রকাশ হবে।

প্রকাশনা সংস্থা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা লিখিত ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থের নির্বাচিত ছয়টি প্রবন্ধের অনুবাদ এ বইয়ে স্থান পেয়েছে। প্রবন্ধগুলো হচ্ছে– Bangladesh Wins Freedom, My father Sheikh Mujibur Rahman, Memories of Tungipara and the Future of Rural Bangladesh, The Murder of Sheikh Mujib and the Attack on Our Young Nation, The House on Dhanmondi Thirtytwo, A Pilgrimage of the Nation.

বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। দাম ২৫০ টাকা।

এছাড়া আগামী প্রকাশনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪টি বই প্রকাশ করেছে। সেগুলো হচ্ছে—শেখ মুজিব আমার পিতা, নির্বাচিত প্রবন্ধ, সাদা কালো, ওরা টোকাই কেন, দারিদ্র দূরীকরণ: কিছু চিন্তাভাবনা, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা, আমরা জনগণের কথা বলতে এসেছি, সহে না মানবতার অবমাননা, বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, Living in tears, People and Democracy, Democracy In Distress Demeaned Humanity, Democracy Poverty Elimination Peace.

বইগুলো অমর একুশে বইমেলায় আগামী প্রকাশনীর প্যাভিলিয়নে পাওয়া যাবে।