

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কুরবানপুর গ্রামের সাউদিয়া প্রবাসী তায়েবুর রহমান আপেল এর নিকট থেকে চাঁদা দাবি করেছে একই গ্রামের কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মঈনউদ্দিন আহমেদ।
ভুক্তভোগী জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর তাকে প্রকাশ্যে উলঙ্গ করে হাত-পা ভেঙে দেওয়ার ভয়াবহ হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়রা বলছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু একজন ব্যক্তির জন্য নয়, বরং পুরো গ্রাম ও প্রবাসী সমাজের জন্য হুমকিস্বরূপ। তাই তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে এবং প্রশাসনের নিকট অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।
জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলকেও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত ছাত্রদল নেতা মঈনউদ্দিন আহমেদকে পাওয়া যায়নি।


