পরীমনি মানুষকে সবকিছু দান করত, এখন পরিস্থিতির শিকার: নানা

চিত্রনায়িকা পরীমনি নিজের জন্য জীবনে কিছুই করেনি উল্লেখ করে তার শতবর্ষী নানা বলেছেন, পরীমনি সব মানুষকে দান করেছে, এখন সে পরিস্থিতির শিকার।

আজ চিত্রনায়িকা পরীমনি সহ গ্রেফতার ৫ জনকে আদালতে তোলা হয়েছে। দ্বিতীয় দফায় সিআইডি ৫ দিনের রিমান্ড আবেদন করবে বলে জানা গেছে।

সেখানে পরীমনিকে দেখতে আদালতে যান তার শতবর্ষী নানা। এসময় তিনি পরীমনির জামিন হবে বলেও আশা প্রকাশ করেন।

তিনি বলেন, পরীমনি নিজের জন্য কিছু করেনি। প্রতিবছর সে এফডিসি’তে অসহায় শিল্পী ও কলাকুশলীদের জন্য কোরবান দিত। এখন সে পরিস্থিতির শিকার।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে গ্রেফতারদের নিয়ে আদালতের পথে রওনা দেয় সংস্থাটি।

৫ আগস্ট পরীমনি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এরও আগে গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। এর পরপরই বনানীর নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয় প্রযোজক রাজকে