দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – রফিকুল ইসলাম মাদানী

আলকামা সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও কারামুক্ত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দ্বীনের খেদমতে আমাদের মেহনত করতে হবে।

বুধবার (০৪ ডিসেম্বর) রাত ৭টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা অরনখোলা ইউনিয়নের গাছাবাড়ী ডিপটিউবেল পাড়ের এক মাঠে সত্য ন্যায়ের পথে গাছাবাড়ী ইসলামী যুব ঐক্য পরিষদের আয়োজনে ইসলামী মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুনিয়াতে আমরা যেমন মানুষের সঙ্গে উঠাবসা করব, কেয়ামতের দিন আমাদের তেমন মানুষের সঙ্গেই হাশর-নাশর হবে।

মাওলানা মুফতি মাসুম বিল্লাহ’র সার্বিক তত্বাবধানে সঞ্চালনায় ছিলেন হাফেজ সাহেদ হোসেন। আয়োজিত মাহফিলে জামিয়াতুস সুন্নাহ কাশেমুল উলুম কামারিয়া মাদরাসার পরিচালক মাওলানা মুফতি নুরুজ্জামান কাসেমী’র সভাপতিত্বে আরও ইসলামিক বক্তব্য দেন নেত্রকোনার নব মুসলিম মাওলানা মুফতি ওয়াসিক বিল্লাহ নোমানী, মাওলানা মুফতি আরিফ জব্বার কাসেমী, মুফতি আরিফ আদনান, মুফতি তরিকুল ইসলাম প্রমুখ। মাহফিলে কয়েক হাজার নারী-পুরুষ ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।