ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার

শেখ আহাম্মেদ চট্টগ্রাম: আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ এক ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সাকিব ওরফে সাকিল (২১), মো. নেছার (২২), সাইফুল ইসলাম (৩৫), শাহাদাত হোসেন (২২), আরিফুল ইসলাম বাবু (২৫), মো. হাবিব (২৩) ও রাজিব চৌধুরী (২১)। তাদের মধ্যে ৬ জন পটিয়া উপজেলার এবং ১ জন আনোয়ারা উপজেলার বাসিন্দা।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ভোর রাতে কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ওই এলাকায় সড়কপথে যাত্রীবাহী যানবাহন আটকে ডাকাতির পরিকল্পনা করছিল।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।