ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে আগের রিপোর্টসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩২০ জন।
ঠাকুরগাঁও জেলার সিভিল সার্জন প্রিয়দেশ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, বালিয়াডাঙ্গীতে ৪ জন এবং রাণীশংকৈলে ৩ জন রয়েছেন।
উল্লেখ্য যে, সদর উপজেলার ভাউলার হাট নিবাসী ৬৫ বছর বয়সী নারী রোগী রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুলাই মৃত্যুবরণ করেন। পৌরসভার গোবিন্দনগরে ৫২ বছর বয়স্ক ব্যাক্তি, পরিষদপাড়ায় ২৯ বছর বয়স্ক ব্যাক্তি, হাজীপাড়ায় ৩৫ বছর বয়স্ক আগ্রনী ব্যাংক কর্মকর্তা ও রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে ৬৫ বছর বয়স্ক নারী (৩দিন আগে মৃত্যুবরণ করেছেন)সহ মোট ৪ জন করোনা পজেটিভ।
তিনি জানান, ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩২০ জন। এদের মধ্যে ২২১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছেন ৬ জন।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।