ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের দরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ওয়ার্ল্ড ভিশনের ৫০বছর পূর্তি উপলক্ষে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সাবলম্বীতায় বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।

গতকাল রোববার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন (পটুয়াস্থ) ফেডারেশন মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্ত কুমার রায়, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র মন্ডল, সাংবাদিক রেজওয়ানুল হক রিজু, আনিসুর রহমান মিঠু ও গোয়ালপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো: দারশিকুল ইসলাম(শুভ) প্রমূখ ।

সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, ঠাকুরগাঁও পৌরসভা সহ তিনটি ইউনিয়নের ১১৭ জন অতিদরিদ্র পরিবারের প্রত্যেক পরিবারের মাঝে ৩টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদান করা হবে। আজ রহিমানপুর ইউনিয়ন থেকে এই বিতরনের সূচনা করা হলো।

বিনা মূল্যে ছাগল পেয়ে দরিদ্র পরিবারগুলো এ সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে।