টেকনাফ মেরিন ড্রাইভের পাশে পরিত্যক্ত হাতবোমা

হেলাল উদ্দিন, টেকনাফ:

মেরিন ড্রাইভের পাশে টেকনাফের কোনকার পাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত হাতবোমা ( হ্যান্ড গ্রেনেড ) পাওয়া গেছে।

আজ বুধবার সকালে পরিত্যক্ত অবিষ্ফোরিত হাত বোমা (হ্যান্ড গ্রেনেড) এর খবর পেয়ে পুলিশ ঘিরে রেখেছে বলে জানান টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি বলেন, আজ বুধবার সকালে মেরিন ড্রাইভ টেকনাফের কোনার পাড়ায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিঃ এর পাশে পরিত্যক্ত একটি অবিষ্ফোরিত হাতবোমা (হ্যান্ড গ্রেনেড) এর খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছালে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে।