আলকামা সিকদার, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য যুবনেতা আরেফিন রহমান সোহাগ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মধুপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল।
পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মো. হযরত আলী শেখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহাদত হোসেন ফকির। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সাব্বির রহমান, হামলার শিকার যুবনেতা আরেফিন রহমান সোহাগ,পৌর ছাত্রদলের আহবায়ক সঞ্চয় সিংহ আরো বক্তব্য রাখেন উপজেলা ও পৌর যুবদলের সিনিয়র নেত্রীবৃন্দ।
উক্ত প্রতিবাদ সভার সঞ্চালনায় ছিলেন,পৌর যুবদলের সদস্য সচিব মো. শামীম হোসেন।
যুবনেতা আরেফিন রহমান সোহাগের উপ সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সম্মুখে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
উল্লেখ্য গত ২২ নভেম্বর যুবনেতা আরেফিন রহমান সোহাগ মধুপুর বাসস্ট্যান্ডের পাশে একটি হোটেলে খাবার খাওয়া অবস্থায় তার উপর সন্ত্রাসীরা হামলা করে তাকে গুরুতর আহত করে। সেই হামলার প্রতিবাদে এ সভাটি অনুষ্ঠিত হয়।