

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘২০০৮ সালের প্রজ্ঞাপনে জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল। সেই অনুসারে প্রতীক কোনো দলকে দেওয়া হলে তা আরপিও অনুযায়ী সংরক্ষিত থাকে। তাই নিবন্ধন ফিরে পেলে দলটি পূর্বের প্রতীকটিও ফিরে পাবে।’
তিনি আরও জানান, ‘ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণসহ সংশ্লিষ্ট রেফারেন্সগুলো আমরা বিশ্লেষণ করেছি। আমাদের বিবেচনায়, গেজেট প্রকাশের মধ্য দিয়েই নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হয়েছে।’
জামায়াত নিষিদ্ধ থেকে প্রত্যাবর্তন: সংক্ষিপ্ত পটভূমি
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩১ জুলাই তৎকালীন সরকার জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে ১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াত, ছাত্রশিবির ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে এর আগেই সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন জোরালো হয়। ৫ আগস্টের অভ্যুত্থানে সরকার পতিত হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
পরবর্তীতে ২০২৪ সালের ২৮ আগস্ট জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।