

রিয়াজ উদ্দিন, স্টার রিপোর্টার চট্টগ্রাম:
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নিয়মিত অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার।
২৯ এপ্রিল মঙ্গলবার সকালে এঅভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার।
অভিযান পরিচালনাকালে: রিও কফি সপ এ আইসক্রিম বক্সে প্রচুর পরিমাণে জীবিত তেলাপোকা হেটে বেড়াচ্ছে। এবং মৃত তেলাপোকা আইসক্রিমের সাথে মিশে রয়েছে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের জুস ও সিরাপ বিক্রয় করছেন প্রতিষ্ঠানটি। এই অপরাধে প্রতিষ্ঠানকে ১,৫০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।
ওয়েল ফুড মিষ্টি মধ্যে পরে আছে তেলাপোকা, এবং পূর্বে উৎপাদিত মিষ্টি দ্রব্য উৎপাদিত হিসেবে বিক্রয় করছেন এ সমস্ত কারণে প্রতিষ্ঠানকে ২০/বিশ হাজার টাকা দন্ড করেন।
এছাড়া অন্য আর একটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্যের তেলাপোকা থাকার কারণে ৮০০০টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে ১,৭৮,০০০/-টাকা অর্থদণ্ড করেছেন।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপ-পরিচালক) রানা দেবনাথ (সহকারী পরিচালক) মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক)মাহমুদা আক্তার (সহকারী পরিচালক)ক্যামেরাম্যান মোঃ আফতাবুজ্জামান।