জাতিসংঘ তথ্য অনুসন্ধান দল ঢাকায়

ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের তথ্য অনুসন্ধানের প্রাথমিক কারিগরি দল ঢাকায় পৌঁছেছে।

জাতিসংঘের ঢাকা কার্যালয় সূত্র জানায়, তিন সদস্যের প্রতিনিধিদল বুধবার মধ্যরাতে ঢাকা পৌঁছায়। প্রাথমিক কারিগরি দলটি বাংলাদেশে প্রায় এক সপ্তাহের সফর করার কথা রয়েছে।
প্রতিনিধিদলটি প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে। বৈঠক করার কথা রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে। তিনি বর্তমানে মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্র সচিব হিসেবে কাজ করছেন।

প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের দল। এ সময় ঢাকায় এসে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

এদিকে, এরই মধ্যে এই তদন্তদলকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার