জাকের পার্টির উদ্যোগে মধুপুরে বিশাল জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আলকামা সিকদার, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে জাকের পার্টির উদ্যোগে এক বিশাল জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বিকেলে উপজেলার বেরিবাইদ ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে জলছত্র পঁচিশমাইল বাজারে এই জনসভাটি অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. সোহরাব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টি (পূর্ব) এর সভাপতি মো. আব্দুল আজিজ খান অটল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এবং সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল-১ আসনের জাকের পার্টির প্রার্থী মো. রফিকুল ইসলাম।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সহসভাপতি মো. আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজালাল নওশের, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোতালেব মিয়া, মধুপুর উপজেলা শাখা জাকের পার্টির সভাপতি মো. জামাল মিয়া, আব্বাস আলী, মো. আমিনুর রহমান প্রমুখ।

সভায় জাকের পার্টির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা রন্ধন ফ্রন্টের সভাপতি সালেহা রহমান, ছাত্র ফ্রন্টের সভাপতি রিপন মিয়া এবং জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি শ্রী কাজল দা। জাকের পার্টির বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত হয়ে এটিকে সাফল্যমন্ডিত করেন।

জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মো. রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। জনসভা শেষে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয় এবং এরপর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।