জনকণ্ঠের সামনে আন্দোলনরত সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

দৈনিক জনকণ্ঠ পত্রিকার গণছাঁটাই বন্ধ, পদন্নোতি দেয়া, ইনক্রিমেন্ট দেয়া এবং ওয়েজবোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জনকণ্ঠ ভবনের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামাদের ওপর হামলা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে বহিরাগতদের এই হামলায় আনুমানিক ২০ থেকে ২০ জন আহত হয়েছেন।

দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার বিভাষ বাড়ৈ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের বিক্ষোভে হামলা হয়েছে। আনুমানিক বিকেল ৫ টার দিকে এই হামলা হয়। এই হামলায় ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন। আমাদের এলোপাতাড়ি মেরেছে। মাইর খেয়ে কে কোথায় গেছে কোনো খবর পাচ্ছি না।’

ওই আন্দোলনে সন্ত্রাসীদের হামলার শিকার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর যুগ্ম সম্পাদক খায়রুল আলম বলেন, আমরা আজকে জনকণ্ঠের সামনে একটি শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম জনকণ্ঠের সাংবাদিকদের অধিকার আদায়ে। এই শান্তিপূর্ণ আন্দোলনে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ঢাকা সাংবাদিক ইউনিয়ন তার সদস্যদের অধিকার আদায়ে সবসময় পাশে ছিল। হামলার শিকার অনেকেই হামলার শিকার হয়েছেন। আমরা তাদের পাশে আছি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন তাদের পাশে ছিল এবং থাকবে।