ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আরমান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সে দারাজ কোম্পানিতে ডেলিভারি ম্যানের কাজ করতেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে ঢাকা পলিটেকনিকের পাশে পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সাড়ে ৯টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যুবককে হাসপাতালে নিয়ে আসা রাজু বলেন, একজন নারী ও একজন পুরুষ ঢাকা পলিটেকনিকের সামনে দিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় আরমান দেখতে পেয়ে চিৎকার করে এবং এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গেই ওই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। এ সময় আমরা ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদের ধরতে পারিনি।

নিহত আরমানের বাবা একরাম বলেন, আমরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুনবাড়িতে ভাড়া থাকি। আমার ছেলে দারাজে ডেলিভারি ম্যানের কাজ করে। সন্ধ্যায় খবর পাই ছেলে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে আসি।

তিনি আরও বলেন, আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল মেজো। আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায়।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বলেন, আমরা ঘটনার বিষয় জানতে পেরে ঢাকা মেডিকেলে এসেছি। তার পরিবার এবং প্রত্যক্ষদর্শীর কাছে বিষয়টি আমরা জেনেছি। তাদের দেওয়া তথ্য অনুসারে সে ছিনতাইকারীকে ধরে ফেলেছিল। তখন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।