সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজে গৃহবধুকে গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি তারেকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি ওবাইন রাখাইন গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চাঞ্চল্যকর মামলাটির এই আসামি ঘটনার পর গা ঢাকা দেয়। দীর্ঘ অভিযানের পর সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল এলাকা থেকে তাকে গ্রেফতারে সক্ষম হয় র্যাব। ছদ্মবেশ নিতে সে চুল-দাড়ি কেটে নিয়েছিল ভিন্নরূপ। তবুও শেষ রক্ষা হয়নি।
এ নিয়ে মামলাটির এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হলো। এছাড়া, অজ্ঞাতনামা আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ঘটনায় তরুণীর স্বামীর দায়ের করা মামলায় আসামিরা হলো- সাইফুর রহমান (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।