চলচ্চিত্র শিল্পের উন্নয়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ দিতে এক হাজার কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এ তহবিল দিয়ে বন্ধ সিনেমা হলগুলো চালু ও উন্নতমানের প্রেক্ষাগৃহ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রেক্ষাগৃহ সংস্কার ও আধুনিকায়ন এবং বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহগুলো চালুর ব্যবস্থা করাসহ আরো অনেক নতুন প্রেক্ষাগৃহ গড়ে উঠবে। চলচ্চিত্র শিল্পে একটি বিরাট পরিবর্তন আসবে।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের পক্ষ থেকে বন্ধ প্রেক্ষাগৃহ চালু, সংস্কার ও নতুন প্রেক্ষাগৃহ তৈরি করার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এক হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার পর দেশে অনেক ভালো মানের শিল্পীর আবির্ভাব হয়েছে। একইসঙ্গে অনেক ভালো ভালো সিনেমাও তৈরি হয়েছে।’
বন্ধ সিনেমা হল খোলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করোনায় এখনো প্রতিদিন ৩০-এর কাছাকাছি মৃত্যু হচ্ছে। অফিস-আদালত ও গণপরিবহন খুলেছে। তবে সিনেমা হল খোলার বিষয়ে আমাদের আরেকটু পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’