গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচনের কথা বলতে হবে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন ডিনাই করে আমরা দেশ চালাতে পারবো না। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে নির্বাচনের কথা বলতে হবে, নির্বাচনের পক্ষে বলতে হবে।

বুধবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আপনি চোরকে ভোট দেন তাহলে ক্ষমতায় গিয়ে সে চুরিই করবে। তার জন্য আপনি তাকে দোষ দিতে পারবেন না। তাই আপনারা ঠিক করেন, আমরা ভোট দেবো কিন্তু চোর-তস্করকে ভোট দেবো না।

তিনি বলেন, সংস্কার মানে আমরা কী চাচ্ছি? সংস্কার মানে আমরা জনগণের অধিকার চাচ্ছি। এটা শুধু সংবিধানে লেখা থাকলেই হবে না। এমনভাবে করতে হবে যাতে এটা জাস্টিফাইড হয় এবং প্রতিষ্ঠিত হয়।

মান্না বলেন, মানুষ কেন যেন বিশ্বাস করতে চায় না, এরপর নির্বাচিত যে সরকার আসবে, সে সরকারটা ভালো হবে। নির্বাচিত সরকারের ওপর যদি বিশ্বাস না হয়, তাহলে কয়েকদিন আগে যে ক্যাম্পেন হলো, ড.ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকেন। কিন্তু তিনি কীভাবে থাকবেন? আমি সবার বিবেকের কাছে জানতে চাচ্ছি, তিনি কি ভোট ছাড়া থাকবেন? এটা কি উচিত হবে মনে করেন? আজ তাকে যেভাবে ভালোবাসছেন, পাঁচ বছর ক্ষমতায় থাকলে কি এমন ভালোবাসা নিরন্তর থাকবে? কোনোকিছুর দাম বেড়ে গেলে, কড়া বক্তৃতা, বিবৃতি দিলেই আপনাদের মন খারাপ হয়ে যাবে। সুতরাং পাঁচ বছর বিনা ভোটে থাকলে সেটা কোনও ভালো কাজ হবে না।

তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে না আসতে পারে, সে রকম একটা সংস্কার দরকার। শেখ মুজিব ফ্যাসিবাদ এনেছিলেন, শেখ হাসিনাও ফ্যাসিবাদ আনলেন। এই সংবিধান দিয়েই দেশ শাসন করলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন গণশক্তি সভার চেয়ারম্যান সাদেক রহমান প্রমুখ।