খিলক্ষেতে কাভার্ড ভ্যানের দূর্ঘটনায় দুই পরিচ্ছন্নতাকর্মীর মর্মান্তিক মৃত্যু

রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে একটি কাভার্ড ভ্যানের চাপায় ডিএনসিসির দুইজন পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত দুইজনের নাম পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে বলতে পারেননি ওসি। তিনি বলেন, বিস্তারিত তথ্য ডিউটি অফিসারের কাছ থেকে জেনে জানাতে হবে।