

মাসুম বিল্লাহ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে এসএম কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (তারিখ) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের চলাচলের পথঘেঁষে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে চারা রোপণ করা হয় বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজাপুর পূর্বপাড়া মসজিদ প্রাঙ্গণ এবং বালিয়াডাঙ্গা ঋষিপাড়ার মোড়সংলগ্ন সড়কের পাশে। এ সময় বকুল, অর্জুন, আম এবং পাকুড় গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, এসএম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাস্টার ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মিত্র, অবসরপ্রাপ্ত শিক্ষক ফারুক হোসেন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও হারিন্দ্রনাথ বিশ্বাস, শিক্ষক দিলরুবা পারভীন, সিরাজুল ইসলাম, উন্নয়নকর্মী উত্তম কুমার সাহাসহ আরও অনেকে।
ফাউন্ডেশনের এই উদ্যোগে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং জানান, “এ ধরনের বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সুফল বয়ে আনবে। আমরা আশা করি এই কর্মসূচি চলমান থাকবে।”
এসএম কল্যাণ ফাউন্ডেশনের নেতারা জানান, এই কর্মসূচি শুধুই একটি সূচনা। ধাপে ধাপে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ও জনপথেও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।