কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি: অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও কালকিনি পৌরসভার আয়োজনে শনিবার(৮ মার্চ) সকালে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প,এলজিইডির সহায়তায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী সুমাইয়া শেখ। এরপর গীতা পাঠ করেন ট্রেড প্রশিক্ষক রুমা ভৌমিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন।

কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক খাদিজা রিপার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের মোল্লা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান কবির, কালকিনি পৌরসভার কমিউনিটি ফিল্ড অফিসার মেজবাউল হক স্থানীয় সাংবাদিক রকিবুজ্জামান,শাহজালাল সরদার প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত নারী অতিথিবৃন্দ।