করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে রয়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। কাজ না থাকায় খাবারের সংকটে রয়েছেন তারা। এমন প্রেক্ষাপটে চট্টগ্রামের ইপিজেড এলাকায় নিম্ন আয়ের শ্রমিক, দুস্থ ও অবহেলিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
চট্টগ্রামের ইপিজেড থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং পল্লীবন্ধু পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় পার্টির চেয়ারম্যান, জনতার বন্ধু জিএম কাদের স্যারের নির্দেশনায় জাতীয় পার্টি সাধারণ মানুষের পাশে আছে। এরই অংশ হিসেবে ইপিজেড থানা জাতীয় পার্টি ও চট্টগ্রাম মহানগর পল্লীবন্ধু পরিষদের পক্ষ থেকে শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে।’
মো. রিয়াজ উদ্দিন জানান, ‘চট্টগ্রাম ইপিজেড এলাকা মূলত শ্রমিক অধ্যুষিত এলাকা। এ এলাকায় বেশিরভাগই বিভিন্ন কারখানার শ্রমিকদের বসবাস। তাদের অনেকেই নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় সাধারণ ছুটি থাকায় তারা বিপাকে পড়েছেন। অনেকে তিনবেলা খাবারের সংকটে আছেন। এজন্য আমি যথাসাধ্য মানসম্মত খাবার দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘এ আয়োজন বাস্তবায়ন করতে পারায় ইপিজেড থানা জাতীয় পার্টি ও পল্লীবন্ধু পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। তারা আমার সঙ্গে দিনরাত পরিশ্রম করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবো।’
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। সোমবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় পৌনে আট লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে মারা গেছেন প্রায় ৩৮ হাজার। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড় লক্ষাধিক মানুষ।
বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫১ জন। মারা গেছেন ৫ জন।
করোনাভাইরাস মোকাবেলায় দেশে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ৪ এপ্রিলের সঙ্গে ৫ দিন সাধারণ ছুটি এবং ২ দিন সাপ্তাহিক ছুটিসহ আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে সরকার।