করোনাভাইরাস মহামারীতে দেশে আক্রান্ত শনাক্ত এবং মৃতের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২০৯ জন শনাক্ত হয়েছেন। আর এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।
এর ফলে দেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বে এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে এখনও চলছে হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল।