

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহতদের বড় অংশই বেসামরিক মানুষ বলে দাবি করেছে ইরান।
সোমবার (১৬ জুন) ইরানি কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এটিকে বেসামরিক অবকাঠামোর ওপর চালানো সর্বশেষ হামলা হিসেবে বর্ণনা করেছে তারা।
ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৪০০ জনের বেশি।
তেহরান বলছে, এই হামলাগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে এবং এর বেশিরভাগ শিকারই সাধারণ মানুষ, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।