করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়েই শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আফ্রিকার কোনো দেশ থেকে কেউ বাংলাদেশে এলে অবশ্যই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ওমিক্রন অনেকগুলো দেশে ছড়িয়েছে। কীভাবে বাংলাদেশে ওমিক্রন নিয়ন্ত্রণ করা যায় বা ঠেকানো যায় বা যদি আসে কীভাবে তা নিয়ন্ত্রণ করব, এই ভাইরাসে আক্রান্তদের কীভাবে চিকিৎসা করব, তারা বিদেশ থেকে এলে কীভাবে গ্রহণ করব, কোথায় রাখব সেসব বিষয়ে আলোচনা হয়েছে।’
দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ মিলছে নাদক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ মিলছে না
জাহিদ মালেক বলেন, ‘আফ্রিকার দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে চাইলে আমরা নিরুৎসাহিত করছি। আমরা চাইব এখন যেন ফ্লাইট না থাকে। ওখান (আফ্রিকার দেশ) থেকে কেউ এলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। আমরা চাই সশস্ত্র বাহিনীর সদস্যরা এটা মেইনটেন করুক।’
করোনার হাসপাতালগুলো প্রস্তুত আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে যেসব অবকাঠামো নির্মাণ করা হয়েছে সেগুলো সেভাবেই আছে।’