অসহায় দুস্থদের মাঝে স্প্রেইড হিউম্যানিটি’র ইফতার ও ঈদ উপহার

পটুয়াখালীর বাউফলে অসহায় দূরস্থ হতদরিদ্রের মাঝে ইফতার ও ঈদ বিতরণ করেন, মানবিক সংগঠন (Spread Humanity) স্প্রেইড হিউম্যানিটি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ও একটি গুচ্ছ গ্রামে এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে।

এসময় স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি- মুহাম্মাদ রুহুল আমিন, শিক্ষা ও ত্রাণ সহায়তা সম্পাদক – মো: রিফাত, চিকিৎসা সহয়তা সম্পাদক- তানভীর, অর্থ সম্পাদক- মাজহারুল ইসলাম, সহত্রাণ সম্পাদক- আহমেদ কাওছার, কার্যনির্বাহী সদস্য- সুমা ইসলাম নিশি, ফারজানা আক্তার সুমা ও সাধারণ সদস্য – লিজা আক্তার, রাতুল, জাবের রাসেল ও মারিয়া আক্তার উপস্থিত ছিলেন।

মানবিক সংগঠন ও স্পেইড হিউম্যনিটি’র প্রতিষ্টাতা সভাপতি মোঃ রুহুল আমীন বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে পৌরসভার একটি গুচ্ছ গ্রামের ৪টি অসহায়,পঙ্গু পরিবার ও বিভিন্ন জায়গার ১১টিসহ মোট ১৫টি পরিবারকে ইফতার ও ঈদ সামগ্রী উপহার দেয়া হয়েছে।

রুহুল আমীন আরও বলেন, স্প্রেইড হিউম্যানিটি সবসময় অসহায়, হতদরিদ্র, অসুস্থ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করে। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ সঠিকভাবে পরিচালিত হোক, ন্যায্য অধিকার, সুচিকিৎসা ও সকল ফ্যাসিলিটিস সমানভাবে ভোগ করুক। স্প্রেইড হিউম্যানিটি সবসময় অসহায় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

পরে আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ জানান, স্প্রেইড হিউম্যানিটি’র সদস্যরা। বিকাশ ও রকেট -01618161065 নগদ নাম্বার 01984487731